Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাসিকের সাবেক মেয়রের এপিএস টিটু বদলগাছীতে আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাসিকের সাবেক মেয়রের এপিএস টিটু বদলগাছীতে আটক

May 09, 2025 08:25:26 PM   অনলাইন ডেস্ক
রাসিকের সাবেক মেয়রের এপিএস টিটু বদলগাছীতে আটক

নওগাঁর বদলগাছীতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে বদলগাছী উপজেলা সদরের চাকরাইল গ্রামে সাগর চৌধুরীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।

বদলগাছী থানা সূত্রে জানা গেছে, টিটু গোপনে চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সাগর চৌধুরী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”