Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নালিতাবাড়ী ইউএনওকে বয়কট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নালিতাবাড়ী ইউএনওকে বয়কট

December 15, 2024 07:23:49 PM   অনলাইন ডেস্ক
নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নালিতাবাড়ী ইউএনওকে বয়কট

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপপ্রয়োগসহ নানা অভিযোগ এনে বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বিজয় দিবসের কর্মসূচিতে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা। এ বিষয়ে তারা ইউএনও মাসুদ রানাকে “পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর” বলে আখ্যা দিয়েছেন।

সাংবাদিকরা ঘোষণা দিয়েছেন, সদ্য বদলির আদেশপ্রাপ্ত ইউএনও মাসুদ রানা নালিতাবাড়ী ত্যাগ না করা পর্যন্ত তার কোনো কর্মসূচি কাভারেজ করবেন না এবং সব ধরনের কর্মসূচি বর্জন করবেন।

জানা যায়, মাসুদ রানা নেত্রকোনা জেলার বাসিন্দা এবং কৃষক পরিবারের সন্তান। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগ দেন। সুনামগঞ্জের জামালগঞ্জে ইউএনও হিসেবে তার দায়িত্বকাল চরম বিতর্কিত ছিল। সেখানে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন।

নালিতাবাড়ীতে যোগদানের পর তিনি বিভিন্ন কর্মকাণ্ডে আওয়ামী লীগকে সহযোগিতা করেন বলে অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের পতনের পর তিনি নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েন।

গত ২ ডিসেম্বর দুর্নীতির অভিযোগ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ নিয়ে হাজির হয়ে আয়োজকদের হুমকি দেন এবং তাদের "ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর" বলে আখ্যা দেন। পরে সাংবাদিকদের চাপে তিনি স্থান ত্যাগ করতে বাধ্য হন।

জামায়াত ও বিএনপির নেতারা বিজয় দিবসের কর্মসূচিতে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ করেছেন। জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন জানান, প্রথমে আমন্ত্রণ জানানো হয়নি, পরে চাপের মুখে আমন্ত্রণ দেওয়া হলেও তারা অংশগ্রহণ করেননি।

বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন জানান, তাদেরও আমন্ত্রণ জানানো হয়নি। তিনি ইউএনওকে আওয়ামী লীগের দোসর বলে অভিহিত করেন।

ইউএনও মাসুদ রানা সাংবাদিকদের জানিয়েছেন, ভুলবশত আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। তবে এ বিষয়ে সিএকে (সংশ্লিষ্ট কর্মচারী) জানানো হয়েছিল।