Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / নবীগঞ্জে দাঁড়ানো ট্রাকের সাথে ট্রাকের ধাক্কা লেগে গুরুতর আহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবীগঞ্জে দাঁড়ানো ট্রাকের সাথে ট্রাকের ধাক্কা লেগে গুরুতর আহত ২

May 15, 2023 08:09:34 PM   উপজেলা প্রতিনিধি
নবীগঞ্জে দাঁড়ানো ট্রাকের সাথে ট্রাকের ধাক্কা লেগে গুরুতর আহত ২

তাজুল ইসলাম:
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দাঁড়ানো ট্রাকের সাথে ট্রাকের ধাক্কা দেওয়ায় দুইজন গুরুতর আহত হয়েছেন ।

রবিবার গভীর রাত ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. খালেক মিয়া (৫৫) কুমিল্লা এবং হেলপার মো. আল আমিন (২৫) চাঁদপুর।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-৯২৪১) বিকেলে দেবপাড়া বাজার সংলগ্ন এলাকায় ইঞ্জিন ত্রুটির কারণে রোডের পাশে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার এবং হেলপার নিচে শুয়ে কাজ করছিলেন। এমতাবস্থায় রাত দুটায় সিলেট থেকে ঢাকাগামী (ঢাকা-মেট্রো-ট-২২-২৯১৯) আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ সময় নিচে থাকা ড্রাইভার এবং হেলপার দুজনই গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে অবস্থার অবনতি দেখে পরে তাদের  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব দুর্ঘটনা এবং আহতদের বিষয় সত্যতা নিশ্চিত করেন।