
হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগ্রাম এলাকাধীন নাঈমা ফিলিং স্টেশনের সামনে বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লিমন পরিবহনের একটি বাসের সংঘর্ষে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন লিমন পরিবহনের বাস হেল্পার মেহেদী হাসান শ্রাবণ (২৫), তিনি নরসিংদী উপজেলার পূর্ব ব্রাহ্মন্ধী এলাকার মো. কামাল হোসেনের পুত্র। তবে অপর নিহত যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী লিমন পরিবহনের বাসটি দ্রুতগতিতে একটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত চারজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় নিহত একজনের লাশ তার আত্মীয়-স্বজন শনাক্ত করেছে, অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।