
সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভের সামনে এসে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, "দেশে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাদের নীরব ভূমিকার কারণেই আজ শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ একত্রিত হতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশেও আমাদের এরকম আন্দোলনে নামতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। তবুও এ লজ্জা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।"
তারা আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষণ ও নারী নিপীড়ন নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এর দায় সরকারকেই নিতে হবে। অনতিবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের ঘুম ভাঙাতে ও ধর্ষকদের বিচার নিশ্চিত করতেই আমরা এখানে এসেছি।"
শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, "শুধুমাত্র কঠোর আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।"
মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, জাহিদ হাসান, সাদিকুর রহমান, খন্দকার আল ইমরান, মুহি, জান্নাতুর তহুরা তন্বী প্রমুখ।