
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মেহেদী সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছেন। সোমবার বিকেলে হাজীপুর স্কুল মোড়ে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে মেহেদী সরকার বলেন, গত ৩ এপ্রিল হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় আমার সঙ্গে থাকা ঐ প্রেমিককে মারধর করতে ছুটে আসেন জামাল উদ্দিনের ছোট ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং পলাতক পিন্টু চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী সাদ্দাম ওরফে গালকাটা সাদ্দাম। আমি বাধা দিতে গেলে তারা আমার সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনার পর থেকেই একটি মহল আমাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মেহেদী সরকার।
সংবাদ সম্মেলনে মেহেদী সরকারের পরিবারের সদস্যরা ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।