Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

February 18, 2025 08:54:14 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা তাঁতী দল ব্যাপক প্রস্তুতি নিয়ে এ কর্মসূচি পালন করে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাঁতী দলের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ্ব মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তাঁতবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খান।

এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি মো. জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রেজাউল করিম রানা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সামসুন্নাহার, ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব হান্নান, নরসিংদী জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ূন কবির কামাল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান।

সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতী দলের সহ-সভাপতি আলহাজ্ব মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সজিব আহমেদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. খোকা মিয়া, যুগ্ম সম্পাদক মো. আজিজুল হক, প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা, যুগ্ম সম্পাদক মো. মোস্তফা কামাল, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মো. বখতিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, আমদিয়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি শরিক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা তাঁতী দলের আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের আরও বিস্তার ও শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।