Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

February 25, 2025 07:49:36 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি:
সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী সাংবাদিক আবুল কাশেম।

লিখিত স্মারকলিপিতে জানানো হয়, গত ৭ ফেব্রুয়ারি নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদীয়া বাজারে জনতা ব্যাংকের সামনে একটি দোকান ঘরের ভিতরে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সহকারী সম্পাদক আবুল কাশেম, তার মেয়ে দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ফারহানা আক্তারকে মারধর ও স্ত্রী রত্না বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। রত্না বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মানববন্ধনে বক্তারা জানান, মনোহরদী উপজেলার পঞ্চাশকুড়ি গ্রামের সুদি ব্যবসায়ী সন্ত্রাসী লাভলু এবং সৈয়দের গাঁও এলাকার সুদি ব্যবসায়ী জসিম উদ্দিন ২০-২৫ জন লোক ভাড়া করে সাংবাদিক আবুল কাশেমের হাতিরদীয়া বাজারের দোকান ঘর দখল করতে মারপিট করে রক্তাক্ত জখম করেছেন।

এই ঘটনার পর সন্ত্রাসীরা সাংবাদিক পরিবারের বিরুদ্ধে আনোয়ারা বেগম নামে এক মহিলাকে দিয়ে মনোহরদী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন (মামলা নং ১২(২) ২০২৫ ইং)। উল্লেখ্য, আনোয়ারা বেগমের হাতিরদীয়া বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই, তারপরও অদৃশ্য কারণে মনোহরদী থানায় মামলাটি রুজু করা হয়েছে।

মানববন্ধনে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।