Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীর শিবপুরে ইউনিয়ন চেয়ারম্যানকে অনাস্থা দিলেন ইউপি সদস্যরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীর শিবপুরে ইউনিয়ন চেয়ারম্যানকে অনাস্থা দিলেন ইউপি সদস্যরা

April 25, 2025 07:04:06 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে ইউনিয়ন চেয়ারম্যানকে অনাস্থা দিলেন ইউপি সদস্যরা

নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজিবুর রহমান সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ইউপি সদস্যরা। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়নের সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ায় সদস্যরা একজন উপযুক্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

গত ১৬ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসকের বরাবর দাখিল করা ছয় ইউপি সদস্যের স্বাক্ষরিত ওই আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে চেয়ারম্যান মোজিবুর রহমান সরকার আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখছেন। এমনকি তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে বলে জানা যায়।

আবেদনে আরও বলা হয়, চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির ফলে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন, এবং বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব কারণে ইউনিয়নের সাধারণ মানুষের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া প্রয়োজন।

এ প্রেক্ষিতে ইউপি সদস্যরা ইউনিয়ন পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী ১নং প্যানেল চেয়ারম্যান মো. অহিদ উল্লাহকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।

উল্লেখ্য, মোজিবুর রহমান সরকার গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিজয়ী হন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি এলাকাছাড়া রয়েছেন এবং ইউনিয়নবাসী তার কার্যকর অনুপস্থিতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।