Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিবপুরে ১২ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, মামলার আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিবপুরে ১২ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, মামলার আসামি গ্রেফতার

April 13, 2025 08:20:30 PM   অনলাইন ডেস্ক
শিবপুরে ১২ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, মামলার আসামি গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার বাগাব ইউনিয়নের সোনাইমুড়ী টেকে ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার সকালে নরসিংদীর সিপিএসসি কার্যালয়ের উপপরিচালক মেজর ইবনে আলম গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান, চাঞ্চল্যকর হত্যা ও আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকা থেকে নরসিংদীর শিবপুরের ১২ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নারায়ণ পালকে আটক করা হয়। ধর্ষণের পর থেকে সে আত্মগোপনে ছিল। মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল নরসিংদীর শিবপুরের সোনাইমুড়ী এলাকায় আম কুড়াতে গিয়ে ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়। পরদিন ৯ এপ্রিল ধর্ষিতার বাবা শিবপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ১০ এপ্রিল রাতে অভিযুক্ত নারায়ণ পালের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়।