
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী ডায়াবেটিস সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, যিনি একইসাথে সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এবং সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক। সভা সঞ্চালনা করেন মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক, নরসিংদী ডায়াবেটিস সমিতি।
সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নরসিংদী জেলা বিএনপি; মনজুর এলাহী, সদস্য সচিব, নরসিংদী জেলা বিএনপি; যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, আমিনুল হক বাচ্চু, কবিরুল ইসলাম বাবুল, আবু ছালে চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া সহ সমিতির আজীবন সদস্য, দাতা সদস্য ও সর্বস্তরের সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন সমিতির বাৎসরিক বাজেট ও অডিট প্রতিবেদন উপস্থাপন করেন; যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।