Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদী সদর মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদী সদর মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

September 28, 2023 01:10:03 PM   দেশেরপত্র ডেস্ক
নরসিংদী সদর মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নরসিংদী সদর মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মডেল থানা প্রাঙ্গনে নরসিংদী সদর মডেল থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, আসছে দুর্গাপূজা ও নির্বাচন, এই দুর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে।কোন গোষ্ঠী যেন আইনশৃঙ্খলার অবনতি না করতে পারে সেজন্য নরসিংদী জেলা পুলিশ ও মডেল থানা পুলিশ সর্বদা সজাগ ও সচেতন থাকবে। জনপ্রতিনিধি ও জনগণ সার্বিক সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম তালেব হোসেন, সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দাস প্রমুখ। সভায় নরসিংদী সদর থানার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।