Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে চাচিকে মারধর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে চাচিকে মারধর

September 19, 2022 09:34:32 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে চাচিকে মারধর

রেজাউল করিম, নরসিংদী প্রতিনিধি: 
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর খাস মহল পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘ দিন জমি নিয়ে বিরুদ্ধ চলেছে চাচা ভাতিজার, এবং  ১০,০০০০০/- ( দশ লক্ষ টাকা ) চাঁদা দাবি করেন ভাতিজা মামুন ও তার পরিবার, না দিলে শান্তিতে বসবাস করতে দিবেনা বলে জানান, ঘটনাটি ঘটে কারারচর খাস মহল পশ্চিম পাড়া এলাকায় গত ০৭/০৯/২২ ইং তারিখে রোজ বুধবার আনুমানিক সকাল ৯ ঘটিকায় মিলন মিয়ার ছোট মেয়ে হালিমা আক্তার সিমা  পরিক্ষা দেওয়ার উদ্দ্যেশ বাড়ী থেকে বাহির হলে, পৃর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা  মামুন ও তার পরিবারে লোকজন তাদের বাড়ীর গেটের সামনে সিমাকে আটকে শ্লীলতাহানী করার চেষ্টা করে। তার চিৎকার শুনে বড় বোন ও মা বাড়ী থেকে বাহির হয়ে আসেন এবং সিমার সাথে এই অপকরর্ম করার প্রতিবাদ করলে মামুন সিমার গলায় চাপাতি ধরে চুপ করে থাকতে বলে, সিমা আক্তারের মা শামীমা ও তার বোন ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন বাড়ী থেকে বাহির হয়ে আসে মামুন, তার বড় ভাই শামীমকে ফোনে জানান, এবং শামীমের হুকুমে মামুন  ও তার পরিবারের লোকজন (পৃর্ব হইতে উৎপেতে থাকা) প্রানে মেরে ফেলার জন্য আরো ক্ষিপ্ত হয়ে চাপাতি লাঠি সোটা  ও দেশীয়  অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে, এই হামলায়  শামীমা বেগমের মুখের দাতে আঘাত লাগে ও মাথায়, মুখে ও শরিলের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম হয়, এবং  ভয়ে তারা বাড়ীর ভিতরে চলে যান ,  মামুন ও তার পরিবারের লোকজন মিলে তাদেরকে বাড়ীর ভিতর তালা বদ্ধ করে বাহিরের টিওবয়েল ও পানি সাপ্লাইয়ের পাইপ,  দরজা জানালা, কেটে ফেলেন, আর বলে যে আজ ১০০০০০০/- দশ লক্ষ টাকা না দিলে তোদের প্রানে মেরে ফেলবো, এ কথা শুনে হালিমা বেগম ৯৯৯ ফোন করে অভিযোগ করলে তারা  ঈঋঝ৩৭৭৩০৬৫৬ ও ঈঋঝ৩৭৭৩০৯৮৩ অভিযোগটি লিপিবদ্ধ করেন পরে শিবপুর থানা থেকে মাহাবুব নামে পুলিশ সদস্যসহ ৩ জনকে ঘটনা ¯’লে প্রেরন করেন, শিবপুর থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন এই বিষয়ে থানায় মামলা করতে চাইলে থানা থেকে কোর্টে মামলা করার পরামর্শ দেন পরে , নরসিংদী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন যাহার মামলা নং-  ২৬৬/২২  তারিখ-১৩.৯.২২ইং।