
রেজাউল করিম, নরসিংদী প্রতিনিধি:
বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নরসিংদী সদর থানা ছাত্রলীগ, আজ ২৯ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে নরসিংদী উপজেলা মোড় জেলা প্রেস ক্লাবের সামনে সদর থানা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি রবিউল আলম একমির সভাপতিত্বে, সাধারন সম্পাদক জুবায়েত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি, আহসানুল ইসলাম রিমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, শাহজালাল আহমেদ শাওন, ও সদর থানা, পৌরসভা, ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশে যোগ দেন । প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন যারা বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে৷ তাদের মূখোশ নরসিংদী জেলা ছাত্রলীগ উন্মচন করবে, ইনশাল্লাহ এই নরসিংদী বাসীর সামনে ।