Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নলডাঙ্গায় যুবদল কর্মীর বিরুদ্ধে যড়যন্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নলডাঙ্গায় যুবদল কর্মীর বিরুদ্ধে যড়যন্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

February 27, 2025 09:13:14 PM   উপজেলা প্রতিনিধি
নলডাঙ্গায় যুবদল কর্মীর বিরুদ্ধে যড়যন্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরের নির্যাতিত যুবদল কর্মী বিপ্লব সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানা যড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নলডাঙ্গা মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাদশা হোসেন, মানিক সরদার, রাফি হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে বিপ্লব সরদার দাবি করেন, "আমি মাধনগর ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে আমি সরাসরি যুক্ত ছিলাম। ২০২৩ সালে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনের সময় আওয়ামী যুবলীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হই। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে আমাকে দমাতে নানা যড়যন্ত্র শুরু হয় এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে। একদল কুচক্রীমহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এসব যড়যন্ত্র ও মিথ্যা মামলা বিষয়ে তদন্ত করে আমার প্রতি ন্যায় বিচার দাবি করছি।"