Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেফতার

February 06, 2025 08:56:20 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ও বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন— মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ফজলুল হক ওরফে আদর (৫২), দক্ষিণ কোন্নগর গ্রামের মো. সাদ্দাম হোসেন ওরফে সাদেক মিয়া (৩২) এবং মো. আব্দুল হান্নান (৪০)।

এছাড়া ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃতরা হলেন— পোড়াগাও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের শহর আলী, মফিদুল ইসলাম ও ধোপাকুড়া গ্রামের হাবিবুর রহমান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, "গ্রেফতারকৃত আসামিদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।"