
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বিশগিরিপাড়া গ্রামের লাবলু সাংমা, গোপালপুর গ্রামের নাজিমুদ্দিন, পিঠাপুনি গ্রামের আব্দুস সালাম, সামিদুল, আব্দুল হাকিম, ইছাক আলী, ফিরোজ, হযরত আলী, হাকিম মিয়া এবং আজিজুল হক।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।