Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

November 26, 2024 08:42:31 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের আওতায় বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে মধুটিলা রেঞ্জ কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন।

বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, “হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে।” তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা কেউ হাতিকে মারতে যাবেন না। একটি হাতি মারা গেলে আপনাদের নামে মামলা হবে এবং আপনি হয়রানির শিকার হবেন। তবে আপনার ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া হবে।”

এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, অন্যান্য বন কর্মকর্তা এবং ১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মোট ৬ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।