
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নেশার টাকা না দেওয়ায় আবুল কালাম আজাদ (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলে তার মা-বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
শুক্রবার (৭ মার্চ) গভীর রাতে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা-মা হলেন- আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগম (৬০)।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে আবুল কালাম আজাদ নেশার টাকার জন্য বাবা-মায়ের কাছে চাপ দেয়। কিন্তু তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে, ঘটনার পর স্থানীয় ও আত্মীয়-স্বজনরা অভিযুক্ত আবুল কালাম আজাদকে আটক করে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের মাথা, দুই হাত ও বাম কাঁধে ছয়টি কোপের গভীর আঘাত রয়েছে। মা আমিনা বেগমের ঘাড় ও চোখের ব্রুতে মারাত্মক জখম হয়েছে। চিকিৎসকরা জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক।