
নাটোর সংবাদদাতা:
নাটোরের বড়াইগ্রামে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী বিথী খাতুন মারা যায়। এ ঘটনায় স্বামী ফারুক হোসেন আশংঙ্খাজনক অবস্থায় রাজশাহীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার হালদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ফল ব্যবসায়ী ফারুক ছোট স্ত্রীকে স্ত্রী বীথিকে নিয়ে হালদারপাড়া ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে তারা দুজন এক সাথে গ্যাস ট্যাবলেট খেয়ে হেঁটে পাশ্ববর্তী কালিকাপুর ফারুকের বাসায় যান। সেখানে তারা দুজন ফারুকের মায়ের কাছে শেষ বিদায়ের কথা জানিয়ে নানা কথা বলে মাফ চান। কিছুক্ষনের মধ্যে পরপারে চলে যাবেন এমন কথা বলেন তারা। একপর্যায়ে কথা বলতে বলতে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মায়ের চিৎকারে স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে নেবার পথে বীথি মারা যায়। পরে ফারুককে রাজশাহীর নিউ লাইফ ক্লিনিকে ভর্তি করা হয়। তার অবস্থাও আশংকাজনক।
ওসি আরও জানান, আগের স্ত্রীর দুই মেয়ে ও ছোট পক্ষে এক ছেলে নিয়ে আর্থিক টানাপোড়ন বা পারিবারিক কলহের কারণে তারা এমন সিন্ধান্ত নিতে পারে। সব ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বীথির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।