
লোকমান হোসাইন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৭ বোতল ফেন্সিডিল ও ১টি দেশীয় রাইফেল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ১২ জুন রবিবার বিকাল ৪টা ৫০মিটিনের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার শালমারা গ্রামের আজগর আলীর ছেলে মো. মামুন মিয়া(৩৫) ও সোলাইমানের ছেলে মো. ফিরোজ মিয়া (৩০)।
র্যাব-১৪, জামালপুর এর প্রেসব্রিফিং সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইটের সামনে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি দেশীয় রাইফেল, ১টি দেশীয় চাকু ও ৩টি মোবাইল সেট সীম সহ ওই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মুল্য ২ লক্ষ ২০ হাজার ৫ শত টাকা।
গ্রেপ্তারকৃত আসামীরা র্যাব-১৪ এর জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, অস্ত্র ও মাদকের মতাে যে কােন সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।