নোয়াখালীর সোনাইমুড়ির চাষীরহাটে থ্রি স্টার ফ্যাশন গার্মেন্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন চাষীরহাট উন্নয়ন প্রকল্পের প্রধান উপদেষ্টা হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য দরকার নানামূখি উদ্যোগ গ্রহণ। এর জন্য দরকার পুঁজি ও দক্ষ জনশক্তি। যদিও আমার এলাকার মানুষজন দক্ষ নন। অদক্ষ শ্রমিক নিয়ে এই পথে নামা ঝুঁকির ব্যাপার। এজন্য আমাকে এলাকার বাইরে থেকে লোকবল সংগ্রহ করতে হবে। আমি করছি। আমার এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি করব। কিন্তু এলকার কিছু লোক ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি এলাকা দখল করে ফেলছি। তারা নিজেরা কিছু করতে পারে না, অন্য কেউ করলেও তাকে করতে দেবে না। এজন্যই আমাদের বাঙ্গালিদের কিছু হয় না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যে যাই বলুক, আমি আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবো। আমার গ্রামকে স্মার্ট গ্রাম হিসেবে গড়ে তুলব। ইনশাল্লাহ শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, সামাজিক নিরাপত্তায় আমার গ্রাম হবে বাংলাদেশের মডেলÑ আশা প্রকাশ করে বলেন তিনি।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাষীরহাট উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি, খামার, গার্মেন্টস, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, আবাসনসহ প্রায় ৫০টির মত উন্নয়ন প্রকল্প চলমান। যা এলাকার বেকারত্ব দূরিকরণে নতুন সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করেছে স্থানীয়দের কাছে।