
সদর প্রতিনিধি, বরিশাল:
বরিশাল আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি’র) উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম.জাভেদ ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ।
রবিবার দুপুরে পরিষদের সভাপতি কেএম শামছুদ্দোহার নেতৃত্বে বরিশাল আঞ্চলিক তথ্য কার্যালয়ে তার সাথে সাক্ষাত করেন নেতৃবৃন্দ। এ সময় উভয়ের মধ্যে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। সাক্ষাৎ শেষে বিবিএসপি পরিবারের পক্ষ থেকে ম. জাভেদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি কে এম শামছুদ্দোহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি দিপু তালুকদার, সহ-সভাপতি মো. সাইফুল মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী জাহিদ, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য নুর মোহাম্মদ আরিফ, সদস্য রাসেল আহমেদ, ইঞ্জিনিয়ার এনামুল হক রানা ও নাঈম ইসলাম।