
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী শালপাড়ায় বিজিবি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। ভুটিয়াপাড়া বিওপি, পত্নীতলা ১৪ বিজিবি’র আয়োজনে গতকাল বিকাল ৩ টায় আয়মারসুলপুর ইউনিয়নের শালপাড়া আইডিয়াল কলেজ মাঠে সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন (বিজিবিএমএস, পিএসসি)।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।
বক্তব্য রাখেন রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রউফ, রংপুর অঞ্চলের অপারেশন পরিচালক লেঃ কর্ণেল ফারুক হোসেন, মেজর এস এম ইমরুল কায়েস, ১৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোঃ শাহ আলম, কড়িয়া কোম্পানী ক্যাম্পের সুবেদার মোঃ শাহ আলম, ভুটিয়াপড়া পাগলা দেওয়ান বিওপি কমান্ডার সুবেদার কাজী মেহেদী হাসান, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন বিএনপির সম্পাদক সাবু মাষ্টার, কেশবপুর রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি গোবিন্দ চন্দ্র রায়, শালপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ধলাহার ও আয়মারসুলপুর ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে ৭টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে ৭টি হুইল চেয়ার, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও মিশন স্কুলে ২০ সেট খেলার সামগ্রী, সীমান্তবর্তী তিনটি মন্দিরের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করেন।