
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় পাথর ভাঙার পয়েন্ট থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙার পয়েন্টে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পান।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, মর্টারশেলটি দেখতে পেয়ে স্থানীয়রা সীমান্তের বাংলাবান্ধা বিওপিতে খবর দিলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রাথমিকভাবে মর্টারশেলটি নিরাপত্তা বেষ্টনির মধ্যে রেখে থানায় পুলিশকে খবর দেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
বাংলাবান্ধা বিওপির ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান, ধারণা করা হচ্ছে এটি প্রায় ১০ বছর বা তারও আগের একটি মর্টারশেল, যার উপর মরিচা ধরেছে, তবে সঠিক তৈরি তারিখ জানা যায়নি। তবে এটি সম্ভবত আমদানি করা বিদেশি পাথর বোঝাই ট্রাকের সাথে এসেছে।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, বিজিবি’র মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক রিপোর্ট তৈরি করে বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের পরবর্তী নির্দেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হবে। এ পর্যন্ত মর্টারশেলটি নিরাপত্তা বেষ্টনিতে রাখা হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই এটি নিষ্ক্রিয় করা হবে।
এছাড়া, এর আগে একই ইউনিয়নে তিনটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল, যা সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল নিষ্ক্রিয় করে।