Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

March 08, 2025 09:08:43 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের বিএসএফের গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকায় (শিউডাঙা) ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আল আমিন গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত ভিতরগড় সীমান্ত পিলার ৭৪৪/৭ এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, রাত ৩টার পরে ৮ থেকে ১০টি গুলির শব্দ শোনা যায়। এরপর সীমান্তের অভ্যন্তর থেকে বিএসএফের চিৎকার শোনা যায়। পরে, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় ছুটে গিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করেন এবং ঘটনার প্রতিবাদ জানান। তারা নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মো. বদরুদ্দোজা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান, উভয় দেশের পুলিশ মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ গ্রহণ করা হবে এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত ব্যক্তি গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং বিএসএফ গরু পাচারের সময় ২ রাউন্ড গুলি চালায়, যার কারণে তার মৃত্যু হয়।