Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

June 26, 2022 10:21:50 PM  
পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় সাইদুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২৬ জুন) সকালে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত সাইদুল পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল বোদা উপজেলা থেকে পঞ্চগড়ে আসার পথে ট্রাক টার্মিনাল এলাকায় পৌছালে একটি  ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায় মোটরসাইকেল আরোহী সাইদুল। এসময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পরেই ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করে পুুুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।