Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

June 23, 2022 06:07:37 AM  
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের বোদা উপজেলায় খেলার ছলে পুকুরের পানিতে ডুবে আহনাব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ভক্তেরবাড়ী তেপুকুরীয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত আহনাব ওই গ্রামের আওলাদ হোসেন এর ছেলে।

স্থানীয় ও পরিবার জানায়, দুপুরে বাড়িতে খেলা করছিল শিশু আহনাব। খেলার ফাকে সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুর পড়ে গেলে পড়ে যায় সে। এসময় শিশু আহনাবকে বাড়ির লোকেরা দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাৎক্ষনিক উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেব আলী পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।