Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন

March 26, 2023 02:58:06 PM   দেশজুড়ে ডেস্ক
পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার প্রশাসনে আয়োজনে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেকেন্দার আলী, পাটগ্রাম থানায় অফিসার ইনচার্জ ওমর ফারুক, সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণ।