
দেশব্যাপী নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ ও হেনস্তার বিরুদ্ধে এবং ধর্ষকদের দ্রুততম বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার প্রতিনিধি মারুফ মোস্তফা, রোভার স্কাউট সদস্য মাসুমুল হক সিয়াম, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, শাফিরুল, মেঘা, সুমাইয়া, মেহেরাব হোসেন, জোবায়েরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, রিকশাচালক ও শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, "আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?", "ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন", "ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না", "দড়ি লাগলে দড়ি দে, ধর্ষকদের ফাঁসি দে" -এই ধরনের বিভিন্ন শ্লোগান দিয়ে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এজন্য দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।