Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পত্নীতলায় পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পত্নীতলায় পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

March 10, 2025 04:22:50 PM   উপজেলা প্রতিনিধি
পত্নীতলায় পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আব্দুল করিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার যোগীবাড়ি গ্রামের এনামুল ইসলামের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) সকালে আব্দুল করিম তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে নজিপুর-নওগাঁ সড়কের কাল্লাকাটি মোড়ে পৌঁছালে বেলা আনুমানিক ৯টার দিকে নওগাঁর দিক থেকে আসা দ্রুতগামী একটি মিনি-পিকআপ মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা পলাশ (২৫) আশঙ্কাজনক অবস্থায় থাকায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”