Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

March 26, 2025 08:25:03 PM   উপজেলা প্রতিনিধি
পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পত্নীতলা থানা, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান। পরে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শহিদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক সহ উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা, হাসপাতালে ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন এবং মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।