Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

August 05, 2024 03:58:24 PM   অনলাইন ডেস্ক
পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি জানতে পেরেছে, তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এই তথ্য জানিয়েছে।

''তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চের্য়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেয়া হয়নি,'' ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।