
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহিরচর ইউনিয়নের পদ্মা নদীর থেকে অবৈধভাবে রাতের আঁধারে বালি উত্তোলনের সময় একটি বালির টাংকি নৌকা আটক করেছে পাকশী নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালির উত্তোলন করছে কিছু অসাধু চক্র। এ ব্যাপারে পাকশী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় তাদের অজান্তে রাতের আঁধারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পদ্মা নদীর থেকে বালি উত্তোলন করে আসছে কিছু অসাধুচক্র। খবর পেয়ে পাকশী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বালুর নৌকা আটক করে। এ সময় ঘটনাবাস্থল থেকে উদ্ধারকৃত নৌকার ছাড়া কোন মানুষ জন পাওয়া যায়নি বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।