
জামাল কাড়াল, বরিশাল:
স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক এক বর্ণাঢ্য আনন্দ র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে পদ্মা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানও উপভোগ করা হয়। এদিন সকালে একটি র্যালি সার্কিট হাউজ থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে আলোচনা সভা, ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জেলা প্রশাসন বরিশাল জনাব মো. জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার প্রলয় চিসিম।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে আমরা দেখিয়ে দিয়েছি আমরাও পারি। স্বপ্নের এই পদ্মাসেতু শুধুমাত্র দক্ষিণাঞ্চল নয় সমগ্র বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের কারণ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।