Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পানছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে ৩ বিজিবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পানছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে ৩ বিজিবি

February 20, 2025 06:22:41 PM   জেলা প্রতিনিধি
পানছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে ৩ বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন (৩ বিজিবি) অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি’র উপস্থিতিতে চারটি অসহায় পরিবারকে চার বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ ছয়জন নারীকে সেলাই মেশিন, দুইটি পরিবারকে দুটি টিউবওয়েল, একজনকে মোমবাতি তৈরির মেশিন, একটি বৌদ্ধ বিহার সংস্কারের জন্য এক হাজার ইট এবং আটজন গরিব ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩ বিজিবি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।