Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পবিত্র শবে বরাত নিয়ে ফেসবুকে কটুক্তি, গ্রেফতারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পবিত্র শবে বরাত নিয়ে ফেসবুকে কটুক্তি, গ্রেফতারের দাবি

February 15, 2025 09:29:57 PM   উপজেলা প্রতিনিধি
পবিত্র শবে বরাত নিয়ে ফেসবুকে কটুক্তি, গ্রেফতারের দাবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
পবিত্র শবে বরাত নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন। তার কটূক্তির বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানসহ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে তীব্র নিন্দা তৈরি হয়েছে।

ফেসবুকে শবে বরাত নিয়ে কটূক্তি করার অভিযোগে আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের মোঃ শানু রাজের ছেলে মোঃ রাসেল রাজ (৪০) নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পেশায় রাজমিস্ত্রি রাসেল ফেসবুকে  Md Rasel Amtali এই আইডতে বলেন, “কুকুর পালা যেমন নাজায়েজ, তেমনি শবে বরাত পালন করাও নাজায়েজ” -এমন মন্তব্য করেন, যা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে।

একটি ভিডিওতে দেখা যায়, রাসেল আমতলী বাধঘাট মাছ বাজার মসজিদের মুসুল্লীদের তোপের মুখে পড়ে। কটূক্তি করে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউএনও স্যারের কাছে আসেন, আমার ভুল হলে আমি শাস্তি মেনে নেব, কিন্তু যদি আপনাদের ভুল হয় তবে কি হবে?” -এমন মন্তব্য করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানান, তিনি ঘটনাটি দেখেছেন এবং আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এছাড়া আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, বিষয়টি জেনেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।