দুমকি সংবাদদাতা:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা।
এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।এসময় আনসার বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।পরে বিশ্ববিদ্যালয়ের একটি শোক র্যালিতে অংশ নেন উপাচার্য। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করেন উপাচার্য ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন,১৫ আগস্ট জাতীয় শোক দিবস,বাংঙ্গালী জাতীর বেদনার দিন।খুনী খন্দকার মোস্তাক সহ তার দোসরা জাতীর জনককে হত্যা করে দেশকে একটি নরকের রাজ্যে পরিণত করে।তাই আজকের এই দিনে আমাদের সবার শপথ করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শোক কে শক্তিতে পরিণত করতে হবে,এবং বাংলাদেশ কে একটি অ-সম্প্রদায়িক চেতনার দেশ ধর্মীয় সন্ত্রাস দূর্নীতি দূর করে ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি সুখী সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সচেতন ভাবে কাজ করতে হবে।দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।বঙ্গবন্ধুর হত্যার সাথে আমেরিকার মতো পরাশক্তি জড়িত ছিলো,তাই আমাদের সবার সজাগ থাকতে হবে,কোন বিদেশী শক্তি যেন এদেশের স্বাধীনতায় আঘাত করতে না পারে।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে সবাই কে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার আহবান জানান তিনি।এসময়ে বঙ্গবন্ধুর সাথে নিহত ১৬ জন পারিবারিক সদস্য দের বিদেহী আত্মার শান্তি কামনা করেন উপাচার্য ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ কে উন্নয়নে পরিনত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছে,তাই আমাদের সবাইকে বঙ্গবন্ধুর দেখানো পথে চলতে হবে।উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্র সংগঠনের কর্মী সমর্থক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।