Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

March 08, 2025 09:18:11 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং রিয়াক্টস ইন প্রকল্প (ওয়াল্ডভিশন) এর সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) এন এম ইসফাকুল কবীর। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, তথ্যসেবা কর্মকর্তা মুন্নি আক্তার, ইএসডিও থ্রাইভ প্রকল্প প্রজেক্ট অফিসার ওয়ালিউর রহমান, উষা মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসী বেগম প্রমুখ। শেষে নারী সাহসিকতা ভূমিকা অর্জনে নারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক আশরাফ আলী। এ সময় মহিলা অধিদপ্তরের স্টাফ, মহিলা সমিতির সদস্য, ওয়াল্ডভিশন, ইএসডিও, গুডনেইবার এনজিও-সংস্থার সদস্য ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্য পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।