Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে আমের মুকুলে ভরে গেছে বাগান, আশায় আমচাষিরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে আমের মুকুলে ভরে গেছে বাগান, আশায় আমচাষিরা

March 18, 2025 08:24:35 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে আমের মুকুলে ভরে গেছে বাগান, আশায় আমচাষিরা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমগাছে ব্যাপক মুকুল আসায় আমচাষি ও ব্যবসায়ীদের মাঝে বাড়তি আশার সঞ্চার হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ফলন ভালো হবে বলে আশা করছেন তারা। আমচাষিরা বর্তমানে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত সেচ প্রদান ও বালাইনাশক ব্যবহার করে আমের ফলন নিশ্চিত করার চেষ্টা করছেন।

উপজেলার বিভিন্ন সূত্রে জানা যায়, ২নং কোষারানীগঞ্জ, ৫নং সৈয়দপুর, ৭নং হাজিপুর, ৯নং সেনগাঁও, ১০নং জাবরহাট এবং ৩নং খানগাঁও ইউনিয়নে আম্রুপালী, হাড়িভাঙা ও বারী-৪ জাতের আমের উৎপাদন বেশি হয়ে থাকে। বাগানজুড়ে আমের মুকুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় আমচাষিরা জানান, মুকুলের পরিমাণ বেশি থাকায় এবার অধিক ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলন হবে বলে প্রত্যাশা করছেন তারা।