Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষে যৌথসভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষে যৌথসভা

July 13, 2023 06:28:31 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষে যৌথসভা

এএইচ লিটন:
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলাকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভুমিহীন মুক্ত করার লক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত যৌথ সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সলেমান আলী, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমূখ।

আয়োজিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলায় চার ধাপে ১৮৫৬ জনকে গৃহহীন ও ভুমিহীনকে পুনঃর্বাসন করা হয়।