
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লায়লা আরজুমান আরা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায় প্রমুখ।
উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উপসি আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে ৫ কেজি করে আউশ ধানবীজ ও ২০ কেজি করে ডিএপি-পটাশ সার এবং ৩৫০ জন চাষির মাঝে ৫ কেজি করে মুগডাল বীজ ও ২০ কেজি করে ডিএপি-পটাশ সার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে কৃষি দপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।