Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর হস্তান্তর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর হস্তান্তর

March 22, 2023 06:42:51 PM   দেশজুড়ে ডেস্ক
পীরগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর হস্তান্তর

পীরগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল এ প্রতিপাদ্য নিয়ে গত বুধবার সকাল ১০টায় উপজেলা হল রুম সভা কক্ষে উপজেলা প্রশাসণের আয়োজনে পীরগঞ্জ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ১৫৫টি ঘর প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সভা করা হয়েছে।

উদ্বোধনী আয়োজন সভায় বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত প্রশাসক রাম কৃষ্ণ বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও গনমাধ্যম কর্মী সহ ভূমিহীন গৃহহীন তালিকা ভুক্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের উপহার ঘরের চাবি হস্তান্তর করা হয়।