বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ওয়ানডে সিরিজ জয় উদযাপন করে কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামছে প্রথম টি-টোয়েন্টিতে। টাইগাররা আগের সফরে ক্যারিবীয়দের মাটিতে পরাজিত হয়েছিল, তাই এবার সেই হারের প্রতিশোধ নিতে লিটন দাসের নেতৃত্বে দল চেষ্টা করবে।
ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত টসে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, ফলে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করতে নেমে নিজেদের প্রতিরক্ষা শক্তি যাচাই করবে।
বাংলাদেশ একাদশে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিটন কুমার দাস, তবে জাকের আলী এবার একাদশে সুযোগ পাননি। লিটন দাসের অধিনায়কত্বে দলকে শক্তিশালী রাখার দায়িত্বে আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, তওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে রয়েছে ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, রোস্টন চেজ, শেরফান রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের আধিপত্য বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে, যা বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে।
ম্যাচটি দর্শক ও ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চকর হবে বলে আশা করা যাচ্ছে, বিশেষ করে টাইগারদের জন্য এটি প্রতিশোধের সুযোগ।