
লালমনিরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরির কাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধার প্রাপ্যতায় ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র প্রত্যাহার এবং এর স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে লালমনিরহাট প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের নেতারা এই পদক্ষেপকে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে- উত্তোলিত টাইম স্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩-এর বিধি ২ অনুযায়ী পদোন্নতি প্রদান এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা।
জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১টায় স্মারকলিপি প্রদানকালে জেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা জানান, টাইম স্কেল সংক্রান্ত জটিলতার কারণে বহু শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন এবং দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির জন্য আন্দোলন করে আসছেন।
জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম শহিদ স্মারকলিপিতে স্বাক্ষর করেন। তিনি বলেন, দাবি পূরণ না হলে শিক্ষকদের স্বার্থ রক্ষায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং জাতীয় শহীদ মিনারে শিক্ষকরা স্ব-পরিবারে অবস্থান কর্মসূচি পালন করবেন।