Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / প্রেমিকা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের নির্মমতার বলি সিয়াম, গ্রেফতার ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেমিকা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের নির্মমতার বলি সিয়াম, গ্রেফতার ৬

May 07, 2023 05:56:44 PM   জেলা প্রতিনিধি
প্রেমিকা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের নির্মমতার বলি সিয়াম, গ্রেফতার ৬

আশিকুর রহমান:
গাজীপুরের ছায়াবিথী সাকিনস্থ ফণিরটেক এলাকায় আলোচিত সিয়াম (২১) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। কথিত প্রেমিকা নিয়ে দ্বণ্ডের জেরে কিশোর গ্যাংয়ের সদস্যদের নির্মমতার শিকার হয় সে। সিয়াম গাজীপুর সদর থানাধীন ছোট দেওড়া সাকিনস্থ মো. সফিকুল ইসলাম (৬৪) এর ছোট ছেলে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৭ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ ছায়াবিথীর নিরিবিলি মাঠের পূর্ব পাশে ধানক্ষেত থেকে সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় লাশের হাত, পা, গলা, মুখ কাপড় দিয়ে বাঁধা এবং মুখমণ্ডলসহ সারা শরীরে কাটা রক্তাক্ত জখম ছিল। পরে সদর থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুজ্জামানসহ সদর থানার একাধিক টিম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ পিপিএম (উত্তর বিভাগ) ও উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাব মোঃ শামসুর রহমানের নেতৃত্বে ও দিক নির্দেশনায় তদন্তে নামে। তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন দিক নিয়ে নিরলসভাবে কাজ করে ঘটনার ৭২ ঘন্টার মধ্যে ক্লুলেস এ হত্যা মামলার রহস্য উদঘাটন করে। তদন্তকালে গত ২৯ এপ্রিল সরাসরি হত্যায় জড়িত অর্পণ সরকার জয় (১৬) কে সদর থানাধীন দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। অর্পণ গাজীপুর সদরের মাদবরবাড়ী এলাকার শ্রী অজয় কুমার সরকারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান জানান, অর্পনকে জিজ্ঞাসাবাদে জানা যায় আফিফা (ছদ্মনাম) একটি মেয়ের সাথে ঘটনার মূল পরিপকল্পানাকারী এবং হত্যায় সরাসরি অংশগ্রহণকারী পলাতক আসামী মোঃ আরাফাত (২০) এর দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার ৫দিন আগে আফিফার আত্মীয়ের বাড়ী সদর থানাধীন ছোট দেওড়া এলাকায় তার বান্ধবীদের সাথে ঘুরতে গেলে নিহত সিয়াম এর সাথে পরিচয় হয়। তারা নিজেদের মধ্যে ফেসবুক আইডি বিনিময় করে এবং পরবর্তীতে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা চলতে থাকে। অন্যদিকে ঘটনার মুল পরিকল্পনাকারী আফিফা (ছদ্মনাম) এর প্রেমিক আরাফাত তার প্রেমিকার ফেসবুক ম্যাসেঞ্জার আইডি তার মোবাইলে লগইন করে রাখে এতে করে প্রেমিকা আফিফা (ছদ্মনাম) ম্যাসেঞ্জার আইডি দ্বারা যাদের কথোপকথন বা চ্যাট করতো তার বিস্তারিত আরাফাত এর নিজের মোবাইলে দেখতে পেত। এতে আসামী আরাফাত এর চরম ক্ষোভ-আক্রোশ জমতে থাকে এবং পরিকল্পনা করে সিয়ামকে মেরে ফেলার। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত সিয়ামকে কৌশলে আফিফা (ছদ্মনাম) এর ম্যাসেঞ্জার থেকে ঘটনাস্থলে এসে তার সাথে দেখা করতে বলে। সদ্য পরিচয় এবং নিজের ভাললাগা থেকে নিহত সিয়াম দেখা করার জন্য নির্দিষ্ট সময়ে উল্লিখিত ঘটনাস্থলে আসে।

তিনি জানান, হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আরাফাত (২০) সহ (১০-১৫) জনের একটি গ্রুপ আরাফাত এর নির্দেশে সিয়ামের হাত-পা বেধে এলোপাতাড়ি ভাবে চাপাতি, সুইচ গিয়ার চাকু ও ছেন দিয়ে কোপাতে থাকে। পরবর্তীতে সিয়াম এর মৃত্যু নিশ্চিত হলে যে যার মতো চলে যায়। ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে হত্যাকারীরাও উপস্থিত উৎসুক জনতার সাথে মিশে ঘটনাস্থলের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করে।

এসআই মো. মনিরুজ্জামান আরও জানান, অর্পণ সরকার জয়কে (১৬) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক গত ৬ মে কিশোর গ্যাংয়ের সদস্য দক্ষিণ ছায়াবিথী এলাকার হাসান জামানের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে সাজিদ (১৫), জামালপুর সদরের কেন্দুয়াকালিয়াবাড়ী গ্রামের মোশারফ হোসেনের ছেলে হাসিবুর রহমান টুটুল (২১), দক্ষিণ ছায়াবিথী ফনির টেক এলাকার মোস্তফা কামালের ছেলে রিয়াদ হোসেন মুন্না (১৮)কে দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে এবং জামালপুরের মেলান্দহ থানার ব্রাহ্মণবাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাকিল (১৯), গাজীপুর সদরের বাঙ্গালগাছ গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ রাকিব (২২) কে বাঙ্গালগাছ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়াও প্রেমিকা আফিফাকে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বাক্ষী হিসাবে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। মামলার অপর পলাতক আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।