Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পর্যটন জোনে অপরাধীদের স্থান হবে না : অতিরিক্ত ডিআইজি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পর্যটন জোনে অপরাধীদের স্থান হবে না : অতিরিক্ত ডিআইজি

February 08, 2025 08:03:27 PM   অনলাইন ডেস্ক
পর্যটন জোনে অপরাধীদের স্থান হবে না : অতিরিক্ত ডিআইজি

কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারে সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ ধর্ষণ, চুরি-ছিনতাই, প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ পরিস্থিতিতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আপেল মাহমুদ।

গতকাল শুক্রবার সমুদ্র সৈকত পরিদর্শনে এসে তিনি পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পর্যটকদের ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলার বিষয়ে সচেতন হতে অনুরোধ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "পর্যটন জোনে কোনো অপরাধীর স্থান হবে না। পর্যটকরা যেন শান্তিপূর্ণভাবে কক্সবাজার ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"

এদিকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, অতীতে আপেল মাহমুদ দায়িত্বে থাকাকালে বীচ এলাকায় শৃঙ্খলা বজায় ছিল এবং অপরাধ প্রবণতা কম ছিল। তার পুনরায় যোগদানে তারা আশা করছেন, সৈকতের শৃঙ্খলা ফিরে আসবে এবং পর্যটকরা নিরাপদ পরিবেশে ঘোরাফেরা করতে পারবেন।