Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা

April 23, 2024 03:57:04 PM   জেলা প্রতিনিধি
পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা

ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ার‌ম্যান তিনটি পদেই  বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই অন্য সকল প্রার্থীরা  তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার ফলে তিনটি পদে বিনা  প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা সকলেই  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা ফিরোজ আহাম্মদ মজুমদার, এই পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হামেম চৌধুরী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সাবেক সদস্য এম সফিকুল হোসেন মহিম ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এই পদে চারজন মনোনয়ন ফরম জমা দিয়ে ছিলেন।  উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম রিটু, শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইকরামুল করিম চৌধুরী রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। একই ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া বিনা প্রতিদন্ধিতায় আবারো নির্বাচিত হয়েছেন। এই পদে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম এনামুল করিম মজুমদার বাদলের সহধর্মীনি নিলুফা ইসলামিন মজুমদার তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে সাংবাদিক সম্মেলন করে বলেন, ফিরোজ মজুমদার রাজনৈতিক জীবনে আমার গুরু আমি তার হাত ধরে রাজনীতিতে এসেছি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করার ইচ্ছা পোষণ করায় আমি তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার তানজিদা ইয়াসমিন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা ফিরোজ আহাম্মদ মজুমদার, ভাইস চেয়ারম্যান এম সফিকুল হোসেন মহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া।