
প্রেসক্লাব বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন উক্ত ক্লাবের সহ-সভাপতি, মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক, দৈনিক বর্তমান ও এশিয়ান টিভির প্রতিনিধি এবং অভিযান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সারুয়ার হাজারী পলাশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও প্রেসক্লাব বিজয়নগরের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান খান ওমরের সভাপতিত্বে এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপুর সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের ভোটের মাধ্যমে তাঁকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন- মৃনাল চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু। বক্তব্য রাখেন দৈনিক দিনকালের বিজয়নগর প্রতিনিধি এইচ এম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের বিজয়নগর প্রতিনিধি সাদেকুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের বিজয়নগর প্রতিনিধি এসএম জহিরুল আলম চৌধুরী টিপু, দপ্তর সম্পাদক ও ভোরের দর্পণের বিজয়নগর প্রতিনিধি মো. আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক ও দৈনিক অগ্নি শিখার জেলা প্রতিনিধি মো. শাহীন চৌধুরী, প্রচার সম্পাদক ও দৈনিক তিতাস কণ্ঠের স্টাফ রিপোর্টার অপূর্ব দেব, ক্রীড়া সম্পাদক ও দৈনিক দেশেরপত্র প্রতিনিধি মো. রুবেল হুসাইন প্রমুখ।
বক্তারা সারুয়ার হাজারীকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং ক্লাবের সকল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ক্লাবের অন্যান্য সদস্য, এলাকার নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।