Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনায় নিহত সুজনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনায় নিহত সুজনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

September 18, 2022 04:23:33 AM   জেলা প্রতিনিধি
পাবনায় নিহত সুজনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

পাবনা প্রতিনিধি:
পাবনায় সন্ত্রাসীদের হামলায় নিহত হেযবুত তওহীদের সদস্য সুজনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পাবনা সদর উপজেলার হেমায়েতপুুর ইউনিয়নের চরঘোষপুর ভাটা মোড়ে হেযবুত তওহীদের ¯’স্থানীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে হেযবুত তওহীদের পাবনা জেলা সভাপতি মো. সেলিম শেখ বলেন, “আমরা কোন অপরাধ করিনি, আইন ভঙ্গ করিনি তবুও  কেন বারবার আমাদের উপর হামলা করা হয়েছে? এক শ্রেণির ধর্মব্যবসায়ী আলেমদের প্ররোচনায় প্রভাবিত হয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষ আমাদের ভুল বুঝছে। আমাদের ব্যাপারে সঠিক ধারণা না থাকার কারণে তারা আমাদের আক্রমণ করে সমাজে অশান্তি সৃষ্টি করছে। এসময় তিনি হেযবুত তওহীদের ব্যাপারে কোনরকম মিথ্যা গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানার আহ্বান জানান।
আলোচনা শেষে হাফেজ মো. রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা হেযবুত তওহীদ এর সভাপতি মো. সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, জেলা নারী বিষয়ক সম্পাদক সেলিনা খাতুন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।